করোনার টিকা উৎপাদনের কারখানা হবে গোপালগঞ্জে: স্বাস্থ্যমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ২৬, ২০২১

করোনার টিকা উৎপাদনের কারখানা হবে গোপালগঞ্জে: স্বাস্থ্যমন্ত্রী



সময় সংবাদ ডেস্কঃ

করোনাভাইরাস প্রতিরোধক টিকা উৎপাদনের জন্য গোপালগঞ্জে কারখানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। 

শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 


স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন নয়, টিকা নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। এজন্য দেশে টিকা উৎপাদনের গোপালগঞ্জে কারখানা হবে।


তিনি আরো বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই চীনের টিকাও চলে আসবে এবং টিকাদান কার্যক্রম বাড়বে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনা প্রতিরোধ করা সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তিন কোটি টিকা কেনার চুক্তি হলেও এখন পর্যন্ত ১ কোটি টিকা পাওয়া গেছে। আর চীনের সঙ্গে দেড় কোটি টিকার চুক্তি ছাড়াও কোভ্যাক্স থেকে ছয় কোটি টিকা বুকিং দেওয়া হয়েছে।


তিনি আরো বলেন, সব প্রতিশ্রুতি রক্ষা হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১১ কোটি মানুষকে টিকা আওতায় আসবে বলে আশা করছি।

Post Top Ad

Responsive Ads Here