একদিনে সর্বোচ্চ আক্রান্ত নেএকোনায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২৭, ২০২১

একদিনে সর্বোচ্চ আক্রান্ত নেএকোনায়


 

সময় সংবাদ ডেস্কঃ

নেএকোনায় একদিনে সর্বোচ্চ ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ২২ জন নারী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪২৮ জনে এবং জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৩৪ জন। আর মারা গেছেন ২৯ জন।

রোববার দুপুরে নেত্রকোনার সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার আরও ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার জেলার ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা শনাক্ত হয়। এটিই নেত্রকোনায় একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা।


সিভিল সার্জন বলেন, নতুন শনাক্তদের মধ্যে জেলার সদর উপজেলার ২৮ জন, ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার ৭ জন ও দুর্গাপুর উপজেলার ৬ জন রয়েছেন। এছাড়া শনাক্ত অন্যদের মধ্যে জেলার মোহনগঞ্জ উপজেলার ১জন, বারহাট্টা উপজেলার ১ জন, খালিয়াজুরী উপজেলার ১ জন এবং আটপাড়া উপজেলার ৪ জন রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here