রাজবাড়ী অফিসঃ
রাজবাড়ীতে সাঁতার না জানার কারনে পানিতে ডুবে এস এস সি পরীক্ষার্থী কাজী ওয়াসিফ হাসান অর্ণ (১৭) নামে এক এস এস সি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত কাজী ওয়াসিফ হাসান অর্ণ রাজবাড়ী শহরের কাজী লিপনের ছেলে । সে রাজবাড়ী সরকারি বালিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, বন্ধুদের সাথে বেলা ১২ টার দিকে বৃষ্টির সময় ফুটবল খেলে রাজবাড়ী পানি উন্নয়নবোর্ড এর গভীর পুকুরে ৮-১০ জন বন্ধুদের নিয়ে গোসল করতে যায়। সেখানে পুকুরের পাড়ে স্লিপ করে পরে গেলে প্রায় ২০ ফুট গভীরের পুকুরের প্রায় মাঝে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
সরেজমিনে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের পুকুরে গিয়ে দেখা গেছে পুকুরে স্থানীয় ছেলেরা গোসল করছে, পুকুরে ঢোকার মেইন গেট খোলা ছিলো। পুকুরের সিঁড়ি অনেক খাড়া আকৃতির ও বৃষ্টির কারনে পিচ্ছিল হওয়ার কারনে পরে গেলে সাঁতার না জানার কারনে সে আর উঠতে পারেনি। তার সাথের বন্ধুরাও কেউ সাতার জানতো না।
পানিউন্নয়ন বোর্ডের অফিস সহায়ক সোহেল আহমেদ জানান, আমি তখন অফিসেই ছিলাম। এ পুকুরে অনেক ছেলেরাই আসে গোসল করতে।পুকুরের গভীরতা প্রায় ২০ ফুট। আজকে তারা প্রায় ৮-১০ জন মিলে এখানে গোসল করতে আসে । সাঁতার না জানার কারনে ছেলেটি পুকুরের মাঝে চলে যায় আর উঠতে পারেনি। পরে লোকজন এসে ছেলেটিকে উদ্ধার করে নিয়ে যায়। এর বাইরে আমি আর কিছুই জানিনা। তবে আমাদের এ পুকুরের বাইরের ছেলেরা অনেকেই এসে গোসল করে। না করলে শোনেনা। গেইট আটকে রাখলে দেওয়াল ডেঙ্গিয়ে চলে আসে।
এ দিকে পরিবারের উঠতি বয়সি এস এস সি পরীক্ষার্থী কাজী ওয়াসিফ হাসান অর্ণ’র মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।