মোহামেডান ক্লাবে করোনার ভয়াবহ হানা, আক্রান্তের রেকর্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২২, ২০২১

মোহামেডান ক্লাবে করোনার ভয়াবহ হানা, আক্রান্তের রেকর্ড

 


সময় সংবাদ ডেস্কঃ

মহামারি করোনাভাইরাস বড় আক্রমণ করেছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১২ জন ফুটবলার, কোচ শন লেনও ও ৪ কর্মীসহ মোট আক্রান্ত হয়েছেন ১৭ জন। যা দেশের এক ক্লাবে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

প্রিমিয়ার ফুটবল লিগে আগামী ২৫ জুন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের মুখোমুখি হওয়ার কথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এর আগেই বড় ধাক্কা খেলো সাদা-কালোরা।


বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ক্লাবের পরিচালক ও ফুটবল সম্পাদক আবু হাসান চৌধুরী।


তিনি বলেন, আমাদের ১২ জন খেলোয়াড়সহ মোট ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে আছেন কোচ শন লেনও। আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।

এমতাবস্থায় আবাহনীর বিপক্ষে ম্যাচটি খেলা সম্ভব হবে না বলেও জানিয়েছেন তিনি। আগামীকাল বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন -বাফুফে বরাবর এ ব্যাপারে আবেদন করা হবে।


গতকাল আটজনের করোনা শনাক্তের খবরের পর বাকি ৯ জনের পরীক্ষার ফল এসেছে আজ। কোচ লেন তার নিজের বাসায় আইসোলেশনে থাকলেও খেলোয়াড়েরা আইসোলেশনে আছেন ক্লাবে।


লিগে ১৮ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে মোহামেডান। সর্বশেষ তিন ম্যাচেই জয় পেয়েছে তারা। উড়তে থাকা দলটি করোনায় আক্রান্ত হয়ে এখন ধুঁকতে শুরু করলো।

Post Top Ad

Responsive Ads Here