জিম্বাবুয়ে সফরের জন্য তিন ফরম্যাটে বাংলাদেশের আলাদা দল ঘোষণা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৩, ২০২১

জিম্বাবুয়ে সফরের জন্য তিন ফরম্যাটে বাংলাদেশের আলাদা দল ঘোষণা


 

সময় সংবাদ ডেস্কঃ


পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসেই জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরের তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন শামীম হোসেন। তাকে টি-২০ দলে রাখা হয়েছে। এছাড়া তিন ফরম্যাটের দলেই আছেন সাকিব আল হাসান। অবশ্য মুশফিকুর রহিম টি-২০ সিরিজে খেলবেন না।


একনজরে দেখে নিন বাংলাদেশের স্কোয়াড:


টেস্ট স্কোয়াড:


মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম।


ওয়ানডে স্কোয়াড:


তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।


টি-২০ স্কোয়াড:


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মাহেদী শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। এ সফরে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-২০খেলবে টাইগাররা। আগামী ৭ জুলাই টেস্ট ম্যাচ দিয়ে এ সফরের শুরু হবে।


জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিবৃতি অনুযায়ী, টেস্ট শেষে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-২০ হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই।


দিনের আলোতেই সবগুলো ম্যাচ হবে। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে হবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ। আর টি-২০ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা থেকে। 


বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):


একটি টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট


প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট


প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট


এর বাইরে টেস্টের আগে ৩ ও ৪ জুলাই একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের আগে ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। সবগুলো ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে।

Post Top Ad

Responsive Ads Here