পিরোজপুরের কাউখালীতে গ্রাম পুলিশ সদস্যের ওপর সন্ত্রাসী হামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ২৮, ২০২১

পিরোজপুরের কাউখালীতে গ্রাম পুলিশ সদস্যের ওপর সন্ত্রাসী হামলা



পিরোজপুর প্রতিনিধি: 

পিরোজপুরের কাউখালীতে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল আলীম হাওলাদার(৫৪) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। রবিবার দিনগত রাতে গ্রাম্য বাজার থেকে গ্রামের বাড়ি ফেরার পথে ওই গ্রাম পুলিশ সদস্য এ হামলার শিকার হন। এ ঘটনায় পুলিশ আজ সোমবার অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কেউন্দিয়া গ্রামের আব্দুর রহমান খন্দকারের দুই ছেলে সফিকুল ইসলাম উজ্জল(২২), আলীম খন্দকার(৩২) ও একই গ্রামের রফিকুল ইসলাম এর ছেলে সফিকুল ইসলাম সবুজ(১৯) ।

থানা ও হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার কেউন্দিয়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলীম হাওলাদার ররবিবার রাত ১২টার দিকে কেউন্দিয়া গ্রাম্য বাজার খেকে বাড়ি ফিরছিলেন। এসময় পথে একই গ্রামের সফিকুল ইসলাম সবুজের নেতৃত্বে ছয় জনের সংঘবদ্ধ সন্ত্রাসীরা মিলে লোহার রড দিয়ে গ্রাম পুলিশ সদ্যের ওপর অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরদের লোহার রডের পিটুনীতে তার মাথা ফেটে গুরুতর রক্ত জখম হয়। এসময় তিনি আর্ত চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা আর্ত চিৎকার শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত গ্রাম পুলিশ সদস্যকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত গ্রাম পুলিশ সদস্য বাদি হয়ে অভিযুক্ত ছয় জনকে আসামী করে আজ সোমবার কাউখালী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। 


কাউখালী থানার অফিসার ইনচার্জ বনি আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আহত গ্রাম পুলিশ সদস্য বাদি হয়ে ছয় জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেও গ্রেফতারের চেষ্টা চলছে।  


Post Top Ad

Responsive Ads Here