কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জরাঝীর্ণ পানি নিষ্কাশন ব্যবস্থা, বিপাকে ছাত্রীরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২২, ২০২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জরাঝীর্ণ পানি নিষ্কাশন ব্যবস্থা, বিপাকে ছাত্রীরা


 

সময় সংবাদ ডেস্কঃ


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় যত্রতত্র জমে আছে ময়লা-আবর্জনা। প্রশাসনিক ও একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনার টয়লেট-বেসিন, নালা-নর্দমায় জমে আছে পানি। আর এসব কারণে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছাত্রীরা। 

সরেজমিনে দেখা গেছে, কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের আঙিনায়, ব্যবসায় শিক্ষা অনুষদের পেছনের অংশ, বিজ্ঞান অনুষদের চারপাশ, প্রশাসনিক ভবনের পেছনের অংশে যত্রতত্রে ছড়িয়ে আছে ময়লা আবর্জনা। এছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরীণ নালাগুলোতে পানি নিষ্কাশনের নেই ব্যবস্থা। ফলে জমে থাকা ময়লা পানি থেকে সৃষ্টি হচ্ছে নানারকম জীবাণু।


এছাড়া একাডেমিক ভবনের প্রতি তলার দুটি ব্লকে ছয়টি করে টয়লেট-বেসিন থাকলেও অধিকাংশই অনুপযুক্ত। টয়লেটে নেই পানির কল ও দরজার বন্ধ করার ব্যবস্থা। এছাড়া প্রশাসনিক ভবনের দুটি ব্লকে ছয়টি করে টয়লেট-বেসিন থাকলে অধিকাংশই কর্মকর্তারা তালা লাগিয়ে রাখেন। ফলে প্রশাসনিক ভবনের টয়লেট ব্যবহার করতে পারেন না শিক্ষার্থীরা। এই ভবনের ৫ম তলায় কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই কোনো পানি নিষ্কাসন ব্যবস্থা। এতে পড়তে আসা শিক্ষার্থীদের পড়তে হয় বিব্রতকর অবস্থায়। এদিকে ছাত্রীদের জন্য নির্দিষ্ট টয়লেট-বেসিন না থাকা এবং অপরিষ্কার-অপরিচ্ছন্নতার কারণে বিপাকে পড়তে হচ্ছে সবচেয়ে বেশি।


পরীক্ষা দিতে আসা বিভিন্ন বিভাগের কয়েকজন নারী শিক্ষার্থী জানান, অনেকদিন ধরে ক্যাম্পাস বন্ধ থাকলেও সংস্কার করা হয়নি একাডেমিক ভবনের টয়লেট-বেসিনগুলো। অধিকাংশ টয়লেট-বেসিন ব্যবহারের অনুপযোগী। এছাড়া প্রতি ফ্লোরে মেয়েদের জন্য নেই আলাদা ওয়াশরুম। ফলে বিব্রতকর পরিস্থিতিতে সম্মুখীন হতে হয় তাদের। পাবলিক টয়লেটের চেয়ে বেশি বাজে অবস্থা এখানকার ওয়াশরুমগুলোর। 

Post Top Ad

Responsive Ads Here