ভিসি ভবনের সামনেই রাত কাটালেন রাবির অবৈধ নিয়োগপ্রাপ্তরা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৩, ২০২১

ভিসি ভবনের সামনেই রাত কাটালেন রাবির অবৈধ নিয়োগপ্রাপ্তরা


 


সময় সংবাদ ডেস্কঃ

গ্রীষ্মের কাঠফাটা রোদ। সূর্য ঠিক মাথার উপরে। হালকা বাতাস বইছে। সে বাতাসে প্যারিস রোডের গগনশিরীষ গাছ থেকে ঝিরিঝিরি পাতা ঝরছে। সে পাতাগুলো আছড়ে পড়ছে রাস্তার উপর। সামনে এগিয়ে যেতেই রাস্তায় ভিসি ভবনের সামনে কিছু মানুষের সমাগম। কেউ সেখানে বিছানা পেতে শুয়ে আছে, আবার কেউবা বসে আছে। আপন মনে কেউ ফোন চেপে যাচ্ছে আবার কেউবা ফোনে কথা বলছে। নিজেদের মধ্যে গল্প করছেন অনেকে।

বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের দাবিতে অবস্থান কর্মসূচির কথা। আর সেখানেই তারা করেছেন রাত্রিযাপন। বুধবার দুপুর ১টা প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছে।


নিয়োগপ্রাপ্তরা বলছে, চাকরিতে যোগদানের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে এখানেই রান্নাবান্না করে খাবেন। 


এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বাধা প্রদান করলে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা স্থগিত করার পর তারা চলে যায়। পরে রাত ১১টায় পুনরায় আবার ভিসি ভবনের সামনে অবস্থান নেয় তারা। সেখানে তারা সারারাত ছিলো। এখনও অবস্থান করছেন।


নিয়োগপ্রাপ্ত আতিকুর রহমান বলেন, সিন্ডিকেট সভা স্থগিত হয়েছে। সিন্ডিকেট ঠেকানো আমাদের কাজ ছিলো না। আমাদের চাকরিতে যোগদান করা দরকার। আমাদের নিয়োগের বিষয়ে ভিসি আনন্দ কুমার সাহা একটু উদ্যোগী হলেই সমাধান হয়ে যেত। কিন্তু তিনি মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিনিয়ত কথা বললেও আমাদের বিষয়টি নিয়ে কথা বলেননি। যতক্ষণ পর্যন্ত যোগদান করতে দেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো।


বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, নিয়োগপ্রাপ্তদের সঙ্গে গত সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেছে। সেখানে তারা জানায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেবে না। সিন্ডিকেট সভা স্থগিত হয়ে যাওয়ার পরও যোগদানের দাবিতে অবস্থান করছেন। সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এ জন্য প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে উপস্থিত থাকছে বলে জানিয়েছেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here