দেশে পৌঁছেছে মডার্না ও সিনোর্ফামের ৪৫ লাখ টিকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ০৩, ২০২১

দেশে পৌঁছেছে মডার্না ও সিনোর্ফামের ৪৫ লাখ টিকা


 

সময় সংবাদ ডেস্কঃ



দেশে গতকাল শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ৪টি ফ্লাইটে মর্ডানার ২৫ লাখ এবং চীনের সিনোর্ফামের ২০ লাখসহ মোট ৪৫ লাখ টিকা পৌঁছেছে।

শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার ১৩ লাখ টিকা এবং বাংলাদেশ বিমানে বেইজিং থেকে সিনোফার্মের ১০ লাখ টিকাসহ মোট ২৩ লাখ টিকা দেশে আসে।


শনিবার সকাল পৌনে ৯টায় একটি ফ্লাইটে মর্ডানার বাকি ১২ লাখ টিকা এবং এরও আগে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ভোর সাড়ে পাঁচটায় সিনোফার্মের আরো ১০ লাখ ডোজ টিকা এসেছে।


যুক্তরাষ্ট্রের উপহারে ‘কোভ্যাক্স’ সুবিধার আওতায় মর্ডানার আরো সাড়ে ১২ লাখ ডোজ করোনা ভাইরাস প্রতিষেধক টিকা ঢাকা শনিবার সকালে পৌঁচ্ছালে টিকাগ্রহণের সময় বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন।


এর আগে, সকালে ইপিআর প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরী উপস্থিত থেকে চীনের সিনোর্ফামের টিকা গ্রহণ করেন।


এদিকে গতকাল শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা দেশে আসবে। এমনকি আগস্ট মাসে সেরামের টিকা দেশে আসা শুরু করবে।

Post Top Ad

Responsive Ads Here