চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ০৫, ২০২১

চট্টগ্রামে করোনা শনাক্তে নতুন রেকর্ড




সময় সংবাদ ডেস্কঃ


 চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৯ জনের। যা একদিনের ব্যবধানে সর্বোচ্চ শনাক্ত।

সোমবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন। 


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরণ ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিআরএল এবং ইপিক হেলথ কেয়ার থেকে ১৬৩৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ৫৫৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।


আক্রান্তদের মধ্যে নগরীর ৪১৪ জন, রাউজানের ৩৬ জন, সীতাকুণ্ডের ১৮ জন, রাঙ্গুনিয়ার ১৫ জন, পটিয়ার ১২ জন, হাটহাজারীর ১১ জন, বাঁশখালীর ১০ জন, মিরসরাইয়ের নয়জন, আনোয়ারার নয়জন, বোয়ালখালীর সাতজন, ফটিকছড়ির ছয়জন, সাতকানিয়ার পাঁচজন, সন্দ্বীপের চারজন, লোহাগাড়ার দুইজন ও চন্দনাইশের একজন রয়েছেন।


নগরীতে ৪৭ হাজার ৩৮১ জন ও উপজেলা পর্যায়ে ১৩ হাজার ৫৪৬ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৯২৭ জন। এছাড়া মারা গেছেন ৭২২ জন। এর মধ্যে নগরীর ৪৮২ জন ও উপজেলার ২৪০ জন রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here