ফের কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৭, ২০২১

ফের কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়



সময় সংবাদ ডেস্কঃ

করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে আগামী ১৪ জুলাই পর্যন্ত আবারো বিধিনিষেধ চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্যক্রম সমন্বয়ের জন্য নতুন একটি কন্ট্রোল রুম চালু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।


অফিস আদেশে বলা হয়, বিধিনিষেধ চলাকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের অত্যাবশ্যকীয় কার্যক্রম সমন্বয় ও এ সংক্রান্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে এই মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে।


কল্যাণ শাখার উপ-সচিব মোহাম্মদ রফিকুল করিম প্রতিদিনের দায়িত্বের বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীকে অবহিত করবেন। জরুরি কোনো প্রয়োজন হলে তিনি যুগ্ম সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরকে অবহিত করবেন। প্রশাসন-৪ শাখা থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।


বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে ১৪ জুলাই (বুধবার) পর্যন্ত মোট ২১ জন কর্মকর্তা ও কর্মচারীকে কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব প্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় উপস্থিত থেকে এ দায়িত্ব পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।


এর আগে, ১ থেকে ৭ জুলাই পর্যন্ত বিধিনিষেধ চলাকালে মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্যক্রম সমন্বয় করতে কন্ট্রোল রুম চালু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৩০ জুন ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীকে এ কন্ট্রোল রুমের দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করা করে মন্ত্রণালয়।

Post Top Ad

Responsive Ads Here