বরিশালে একদিনে ১৩ মৃত্যু, রেকর্ড আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ১১, ২০২১

বরিশালে একদিনে ১৩ মৃত্যু, রেকর্ড আক্রান্ত



সময় সংবাদ ডেস্কঃ


 বরিশাল বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭১০ জন শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।

দেশে করোনা সংক্রমণের পর থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১০৯ জনে। মোট মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৬৪ জন।


বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত বরিশাল জেলায় ৯ হাজার ৩৯৬ জন। এছাড়া পটুয়াখালীতে দুই হাজার ৮৪৩ জন, ভোলায় দুই হাজার ২৫৬ জন, পিরোজপুরে তিন হাজার ১০৩ জন, বরগুনায় এক হাজার ৮৩৭ জন এবং ঝালকাঠিতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৭৪ জন।


শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র এ হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে ২২৯ জন এবং উপসর্গ নিয়ে ৫৯৬ জনের মৃত্যু হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here