সময় সংবাদ ডেস্কঃ
রাঙামাটিতে পুলিশের এক কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকালে শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ওই কনস্টেবলের নাম কাইয়ুম সরকার (৩৪)। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর মোদাছছের হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকের সামনের রাস্তায় বিকালের শিফটে দায়িত্বরত অবস্থায় কনস্টেবল কাইয়ুম নিজ অস্ত্র নিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে তার। এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিকালের শিফটে দায়িত্বরত থাকা অবস্থায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠেন কাইয়ুম। বেশ কয়েকবার পায়চারি করে হঠাৎ করেই নিজের মাথায় গুলি চালান তিনি। ঘটনাস্থলেই তিনি মারা যান।