সুইডেনে বিমান বিধ্বস্ত, নিহত ৯ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ০৯, ২০২১

সুইডেনে বিমান বিধ্বস্ত, নিহত ৯


 

সময় সংবাদ ডেস্কঃ


সুইডেনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির ওরেব্রো শহরের কাছে এই বিমান দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়া ডিএইচসি-২ টারবো বিভার বিমানটিতে আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন। ওরেব্রো আন্তর্জাতিক বন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে সেটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।


পুলিশের ওয়েবসাইটে বলা হয়, “এটা খুবই ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছেন।”


সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এক টুইটে বলেন, “আমি খুবই মর্মাহত ও ব্যথিত। কঠিন এই সময়ে নিহতদের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা।”


২০১৯ সালে সুইডেনের উত্তরে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ওই বিমানটিতেও স্কাইডাইভারদের বহন করা হচ্ছিলো এবং উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়। পরবর্তীতে দুর্ঘটনার তদন্ত থেকে দেখা যায়, সেই বিমানে যাত্রী ও মালামাল তোলার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি।

Post Top Ad

Responsive Ads Here