কাউখালীতে বাড়ী বাড়ী গিয়ে প্রাথমিক চিকিৎসা - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

বুধবার, জুলাই ০৭, ২০২১

কাউখালীতে বাড়ী বাড়ী গিয়ে প্রাথমিক চিকিৎসা



সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধিঃ


পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক চিকিৎসা মানুষের ঘরে ঘরে। কাউখালীতে প্রাথমিক চিকিৎসা মানুষের ঘরে ঘরে।


জুড়ে কঠোর লকডাউনের যানবাহন বন্ধ থাকায় সাধারণ মানুষ সহ অসুস্থ মানুষ পড়েছে বিপাকে। লকডাউনের ষষ্ঠ দিনে সকল পরিবহন বন্ধ থাকার কারনে প্রেসার মাপতে পারছে না অনেকেই। তাদের ঘরে বাইরে গমনে নিঃউৎসাহিত করতে পিরোজপুরের কাউখালী প্রত্যন্ত এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের প্রেসার মেপে দিচ্ছেন করোনা মহামারী প্রতিরোধী একজন সম্মূখ যোদ্ধা কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু। তাকে এই কাজে সহায়তা করছেন পেরামেডিক ডিপ্লোমা (সরকার অনুমোদিন) হাফিনা আক্তার (নার্স)। কাউখালী উন্নয়ন পরিষদের উদ্দ্যোগে তার এই কর্মসূচীর যাত্রা শুরু আজ। এ বিষয়ে কেউন্দিয়া শিক্ষা মজলীশের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চানু বলেন, কাউখালীতে কঠোর লকডাউন চলতে সকল পরিবহন বন্ধ। মানুষ গৃহবন্ধী, তাদের ঘরে রাখতে তিনি মানবিক উদ্দ্যোগ নিয়েছেন। এটি একটি মহতি উদ্যোগ, তার এই উদ্যোগ প্রসংশার দাবিদার।

 এ বিষয়ে সামাজিক উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন, পুরো উপজেলা লকডাউনে গৃহবন্ধী মানুষের একটু সেবা দিতে পেরে আমি আনন্দিত। আমার এই কর্মকান্ড করোনা মহামারী পরিস্থিতি ও লকডাউন সিথীল না হাওয়া পর্যন্ত বহাল থাকবে।