সময় সংবাদ ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আটদিন বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এতে দেড় মাস পর বুধবার রাত থেকে চলবে দূরপাল্লার বাস। আর কাল থেকে চলবে ট্রেন।
স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে বাস ও ট্রেন চলাচলের এ অনুমতি দেওয়া হয়। আর ভাড়া গুণতে হবে সাধারণ ভাড়ার চেয়ে ৬০ শতাংশ বেশি।
রাত থেকে দূরপাল্লার বাস চলাচলের খবরে বিভিন্ন টার্মিনালে মানুষের ভিড় শুরু হয়েছে। বিশেষ করে সায়েদাবাদ ও গাবতলী বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রির ধুম পড়েছে।
রাতে বাস চালু করার উপলক্ষে স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে বাসগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে।
অন্যদিকে কমলাপুর রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর ৪টা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বিভিন্ন রুটে ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া মেইল বা কমিউটার ট্রেন চলাচল করবে। আর টিকিট মিলবে শুধু অনলাইনে।