রাজধানীতে একদিনে ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

রবিবার, জুলাই ১১, ২০২১

রাজধানীতে একদিনে ৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে


 

সময় সংবাদ ডেস্কঃ


রাজধানীতে একদিনে ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, শনিবার সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত ৬৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৯৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৭৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১৭৮ জনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। শুধু একজন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহম্মদ রোবেদ আমীন বলেছেন, ঢাকা শহরে ডেঙ্গু বেশি হচ্ছে। তাই, খেয়াল রাখতে হবে, বাসার ভেতরে, ফুলের টবে এবং আশপাশে যাতে পানি জমে না থাকে। তিনদিনে একদিন জমা পানি ফেলে দিতে হবে। মশার কামড় থেকে রক্ষা পেতে কাপড় দিয়ে শরীর ঢেকে রাখতে হবে। দিনে ও রাতে ঘুমানোর সময়ে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।