একতাবদ্ধ সংগঠন এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৬, ২০২১

একতাবদ্ধ সংগঠন এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

 





নিউজ ডেস্ক //সময় সংবাদ ডটকমঃ

একতাবদ্ধ সংগঠন এর নিজস্ব উদ্যোগ আজ শুক্রবার (১৬/০৭/২০২১) চরভদ্রাসন উপজেলায় ১ম ধাপের ত্রাণ বিতরণ করা হয়েছে । করোনা মহামারীর মধ্যে খেটে খাওয়া দিনমজুর, অসহায় এবং দুঃস্থদের মাঝে এই ত্রাণ বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে দেওয়া হয়।



প্রতিটি পরিবারের জন্যে ১০ কেজি চালসহ ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু বিতরণ করা হয়।পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনার লক্ষ্যে তাদের মাঝে ফ্রী মাস্ক বিতরণসহ সচেতন করা হয়।

সামাজিক এই সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজমুল আমাদেরকে জানান, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের নিয়ে গোড়ে উঠা এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের এই সংকট কালীন সময়ে তাদের পাশে থাকতে পেরে আমরা কিছুটা হলেও শান্তি অনুভব করছি। আমাদের ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে প্রবাসী একতাবদ্ধ সংগঠন এর সদস্যদের বড় ভূমিকায় আমরা সহজেই বাস্তবায়ন করতে পেরেছি, এর জন্যে তাদেরকে সংগঠন এর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।




ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া সংগঠন এক সদস্য দপ্তর সম্পাদক জনাব সোহাগ আহমেদ বলেন, আমরা অত্র ইউনিয়নে ৭০ টি অসহায় পরিবারের তালিকা আমরা করেছি। ১ম পর্যায়ে ২৮ পরিবারের মাঝে ত্রাণ বাস্তবায়ন করলাম। বাকি পরিবারগুলোর কাছে শীঘ্রই আমরা ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দিতে সক্ষম হবো। এই জন্যে আমরা সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।




অন্য দিকে সংগঠন এর প্রবাসী বিষয়ক সম্পাদক মাহবুব রহমান এক বিবৃতিতে বলেন, সংগঠনের সকল সদস্য'র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মহামারী'র সময়ে সমাজের অসহায় মানুষের জন্য ত্রাণ উপহার সামগ্রী ব্যবস্থার আয়োজন করার জন্যে। ইনশাআল্লাহ্‌ আমরা সামনে যেন আরো সামাজিক ভালো কাজ করতে পারি এই আশা রাখি এবং আমরা প্রবাসীরা সবসময় পাশে থাকার চেষ্টা করবো। স্যালুট জানাই তাদের যারা সংগঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here