সময় সংবাদ ডেস্কঃ
খুলনার চার হাসপাতালে রেকর্ড সংখ্যক ২৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন ও আবু নাসের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন। যার মধ্যে রেড জোনে ১২৬ জন, ইয়োলো জোনে ১৯ জন, আইসিইউতে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসার বাবুল মোল্লা, নগরীর কদমতলার জুলেখা, খুলনা সদরের হোসনেয়ারা, সোনাডাঙ্গার আবুল কালাম আজাদ, একই থানাধীন এলাকার রোকেয়া, বাগেরহাটের মোড়েলগঞ্জের কুমুদ মণ্ডল এবং নড়াইলের পুষ্প রানী। এছাড়া চারজন করোনা উপসর্গে মৃত্যুবরণ করেছেন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- মোঃ ইউনুস আলী। এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন, খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকার মমতাজ বেগম, মিয়াপাড়ার শামীম আরা, রূপসার মোজাফফর শেখ, একই উপজেলার হানিফ মোড়ল এবং নড়াইলের মুলতাহির এলাকার রামেসা খাতুন। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন, তার মধ্যে ৩৪জন পুরুষ ও ৩৭ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় -১০ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনার ডুমুরিয়ার চুকনগরের বিষু মণ্ডল, একই উপজেলার আবেদা, রূপসার মনিরা বেগম, দিঘলিয়ার আব্দুল হাকিম, খুলনা সদরের রুবিনা, নগরীর ইসলাম কমিশনার রোডের মোস্তফা, খালিশপুরের সেলিম শিকদার, যশোরের নওয়াপাড়ার কুলসুম বেগম, অভয়নগরের ফাতেমা এবং একই উপজেলার গোরাপানি এলাকার আনোয়ারা। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ১২৯ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।