সময় সংবাদ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তাদের মধ্যে একজন ব্রাজিল সমর্থক।
শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার রামপুরের নিপেন্দ্র সূত্রধরের ছেলে আকাশ সূত্রধর, চুনারুঘাট উপজেলার পাইকপাড়ার মো. আব্দুর রউফের ছেলে মো. রিয়াজ মিয়া।
র্যাব-১৪ এর ভৈরব সিপিসির অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করতো একদল সক্রিয় মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ওই দলের দুই সদস্যকে আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে এক মণ ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।