ঈদ উপলক্ষে কঠোর লকডাউন ৮ দিন শিথিল, প্রজ্ঞাপন জারি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১

ঈদ উপলক্ষে কঠোর লকডাউন ৮ দিন শিথিল, প্রজ্ঞাপন জারি


 

সময় সংবাদ ডেস্কঃ


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর লকডাউন শর্তসাপেক্ষে আটদিন শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে চলমান কঠোর লকডাউন ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত শিথিল করার কথা বলা হয়েছে।


এতে বলা হয়েছে, ঈদ উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কঠোর বিধিনিষেধ শিথিলের পর আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের কঠোর লকডাউন কার্যকর হবে।


এর আগে, গতকাল সোমবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কঠোর লকডাউন শিথিলের বিষয়ে জানানো হয়েছিল।


করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। এক দফা বাড়িয়ে আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত সেই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here