চট্টগ্রামে করোনায় আরো ১০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৫, ২০২১

চট্টগ্রামে করোনায় আরো ১০ জনের মৃত্যু, কমেছে শনাক্ত


 

সময় সংবাদ ডেস্কঃ


চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছে ৭৬৮ জনের। যা আগের দিনের তুলনায় ৩ শতাংশ কম।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইম্পেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিআরএল, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং ইপিক হেলথ কেয়ারে দুই হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭৬৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।


আক্রান্তদের মধ্যে নগরীর ৪৭৪ জন, হাটহাজারীর ৫৩ জন, ফটিকছড়ির ৪২ জন, পটিয়ার ৩৬ জন, মিরসরাইয়ের ২৯ জন, রাঙ্গুনিয়ার ২৪ জন, বোয়ালখালীর ১৯ জন, সীতাকুণ্ডের ১৮ জন, রাউজানের ১৪ জন, চন্দনাইশের ১২ জন, লোহাগাড়ার ১২ জন, সন্দ্বীপের ১২ জন, বাঁশখালীর ৯ জন, আনোয়ারার ৭ জন ও সাতকানিয়ার ৭ জন রয়েছেন।


সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৫২ হাজার ৪২৩ জন ও উপজেলা পর্যায়ে ১৬ হাজার ১৩২ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫৫৫ জন। এছাড়া মারা গেছেন ৮১০ জন। এর মধ্যে নগরীর ৫১১ জন ও উপজেলার ২৯৯ জন রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here