"দোয়ারাবাজারে করোনা মহামারিতে অসহায় শতাধিক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনা মহামারিতে প্রধান মন্ত্রীর উপহার অসহায় শতাধিক সিএনজি ও মটর শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান মন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, সোয়াবিন তেল, লবণ, চিনি, মুড়ি, ময়দা,সেমাই।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল ২ টায় দোয়ারাবাজার সিএনজি ষ্ট্যান্ডে দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রধান মন্ত্রীর উপহার শতাধিক অসহায় সিএনজি ও মটর শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ। এসময় আরও উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী, ট্যাগ অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, ইউপি সদস্য গেদু মিয়া, ইউপি সদস্য এরশাদুর রহমান এরশাদ, মো. বাহার উদ্দিন, সাংবাদিক ও শ্রমিক নেতৃবৃন্দ।