ফাইনালে আর্জেন্টিনা: জয়ের নায়ক গোলরক্ষক মার্টিনেজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৭, ২০২১

ফাইনালে আর্জেন্টিনা: জয়ের নায়ক গোলরক্ষক মার্টিনেজ


 কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার নায়ক 



সময় সংবাদ ডেস্কঃ


গোলরক্ষক মার্টিনেজ। কলম্বিয়ার তিনটি শট তিনি ঠেকিয়ে দিয়েছেন। আর এতেই কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হলো আর্জেন্টাইনরা।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় খেলাটি শুরু হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয় কোপার দ্বিতীয় সেমিফাইনালের এ ম্যাচ। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।


টাইব্রেকারে কলম্বিয়া ১ম শট নেন কুয়াদ্রাদো, গোল। আর্জেন্টিনার প্রথম শট নেন মেসি, গোল। কলম্বিয়ার দ্বিতীয় শট, সানচেজ, ফিরিয়ে দিলেন আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজ। গোল হলো না। আর্জেন্টিনা দ্বিতীয় শট, রদ্রিগো। বারের ওপর দিয়ে মেরে দিলেন তিনি। গোল হলো না।


কলম্বিয়ার তৃতীয় শট নিলেন, ইয়েরি মিনা। আবারো ফিরিয়ে দিলেন মার্টিনেজ। গোল হলো না। আর্জেন্টিনা তৃতীয় শট পেরেডেস। গোল। কলম্বিয়ার চর্তু শটে গোল। আর্জেন্টিনা চতুর্থ শট লওতারো মার্টিনেজ, গোল হয়ে গেলো। কলম্বিয়ার শেষ শটটিও ঠেকিয়ে দিলেন মার্টিনেজ। ফাইনালে উঠে গেলো কলম্বিয়া।



এ জয়ে ২০১৬ সালের পর এই প্রথম কোপার ফাইনালে উঠলো আর্জেন্টিনা। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় তারা ১৫তম কোপা জেতার স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি হবে। 

Post Top Ad

Responsive Ads Here