ওবায়দুল ইসলাম রবি, রাজশাহীঃ
“ভাত দে না হলে লক ডাউন তুলে লে” এই স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন ব্যবসায়ী-কর্মচারীরা। রাজশাহীর ব্যবসায়ীরা লকডাউন প্রত্যাহারের দাবিতে নগরীর আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ব্যবসায়ী মালিক কর্মচারীদের জন্য প্রণোদনার টাকা আসলেও তা দেওয়া হচ্ছে না বলে দাবি করেন।
বৃহস্পতিবার সকাল শত শত ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদ যৌথ উদ্যোগে, খাবারের থালা হাতে করে ‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে লে’ না হলে গদি ছেড়ে দে স্লোগানে দিয়ে দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেছে।
বস্ত্র মালিক সমিতির সভাপতি (বিএনপি নেতা) অশোক কুমার ঘোষ এর নেতৃত্ব, শামীম আহমেদ সাধারণ সম্পাদক বস্ত্র মালিক সমিতি,আলহাজ্ব হারুনুর রশিদ, সভাপতি ব্যবসায়ী ঐক্য পরিষদ রাজশাহী , আলহাজ্ব ফরিদ মাহমুদ হাসান, ব্যবসায়ী ঐক্য পরিষদ রাজশাহী, কোকারিজ মালিক সমিতি আর ডিএ মার্কেটর সভাপতি হাজী তাপস, যুগ্মসাধারণ সম্পাদক সজল, আর ডি এ মার্কেট পাদুকা সমিতির সভাপতি রিপন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।