বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কিশোরের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ১০, ২০২১

বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কিশোরের



সময় সংবাদ ডেস্কঃ


 নেত্রকোনায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ধাক্কায় শামছুল আলম নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রুহি কোনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছে একজন মোটরসাইকেল আরোহী। নিহত কিশোর স্থানীয় মজিবুর রহমানের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আমতলা নেত্রকোনা সড়কে দিয়ে বাড়ি ফিরছিলেন শামসুল হক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মো. ইছহাক আলী তাকে মৃত ঘোষণা করেন। 


চিকিৎসক মো. ইছহাক আলী জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে শামসুল হকের। এছাড়া আহত আরেক কিশোরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

Post Top Ad

Responsive Ads Here