ফরিদপুরে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু, লকডাউন সময়ে তিন লাখ টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৬, ২০২১

ফরিদপুরে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু, লকডাউন সময়ে তিন লাখ টাকা জরিমানা



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটিতে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫জনের করোনা পজেটিভ ও ৬জনের করোনা উপসর্গ ছিল।  বর্তমানে হাসপাতালটিতে ৪৩১জন ভর্তি রয়েছে। এর ভিতর গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৭৮ জন রোগি। প্রতিনিয়ত রোগির চাপ বাড়াতে হাসপাতালে সেবা দিতে হিমসিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা।   

  
গত ২৪ ঘন্টায় জেলায় ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৮৪ শতাংশ। ফরিদপুরে এ পর্যন্ত ১৫ হাজার ৩৬২ জন রোগির করোনা শনাক্ত হয়। সরকারী হিসেবে এ পর্যন্ত ২৯৩ জনের মৃত্যু হয়েছে।


ফরিদপুরের সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৩৭ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ১৪৭ জন। 


জেলা পুলিশ সূত্রে জানাগেছে, গত ১ জুলাই থেকে চলা লকডাউন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩০৮ টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪৬০ জন ব্যক্তিকে দুই লাখ ৯৯ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়। ফরিদপুর জেলা পুলিশের ৯টি থানা এলাকায় দিবা ও রাত্রি কালীন টহল পার্টি ও ১৪৪টি চেকপোস্টের মাধ্যমে পুলিশ সদস্যগন পালাক্রমে সার্বক্ষনিক ডিউটিতে নিয়োজিত ছিল।


এছাড়া ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ১৪ হাজার ৮৭৯ জন ব্যক্তি ও ৪ হাজার ৫০৯ টি বিভিন্ন ধরনের গাড়ী চেকপোস্টে বিধি নিষেধ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হয়। লকডাউন চলাকালীন বিধি-নিষেধ অমান্য করায় পুলিশ কর্তৃক ৮২ জন ব্যক্তিকে বিভিন্ন সময় গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে প্রেরণ করা হয়। এছাড়া বিধি-নিষেধ অমান্য করায় ৩৬৫ টি গাড়ী (ইজিবাইক, মোটর সাইকেল, প্রাইভেটকারসহ অন্যান্য গাড়ী) আটক করা হয় এবং ৬২ টি গাড়ীর বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, RAB, বাংলাদেশ আনসার বিজিবির টহল টিম মাঠে কাজ করে।

ফরিদপুর জেলা পুলিশ করোনায় আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের আইসোলেশন নিশ্চিতকল্পে প্রতিটি থানায় দুই জন করে পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টিম প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি (পিপিই) পরিধান করে বাড়ি বাড়ি গিয়ে দূর থেকে হেলার দিয়ে ঘোষণা করে সর্তকতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে। সাথে সাথে আশেপাশের বাড়ির মানুষজন যেন সচেতন থাকে সে বিষয়েও প্রচারণা চালাচ্ছেন এই করোনা টিম। আক্রান্ত ব্যক্তির বাড়ি আলাদাভাবে চিহ্নিত করার জন্য লাল পতাকা টানিয়ে দেয়া হচ্ছে যেন এলাকার মানুষ নিজেরাই নিরাপদ দূরত্বে থাকতে পারে। গত ১৪ জুলাই মধ্যরাত হতে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা পূর্বের জারিকৃত বিধিনিষেধ শিথিল করেছেন। তবে এ সময় যানবাহন, হাট বাজারসহ বিভিন্ন বিপণী বিতানে স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাফেরা করতে হবে। 




Post Top Ad

Responsive Ads Here