সময় সংবাদ ডেস্কঃ
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে আরও ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ২ জন মোহাম্মদ আলী হাসপাতালে, ৯ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ও ১ জন বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে জেলায় মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭৮ জনে।
মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান বলেন, গত ২৪ ঘণ্টায় মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে ২ জনের। একই সময়ে উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন।
শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে শজিমেক হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা উপসর্গে মারা গেছেন ৯ জন।
এছাড়াও বেসরকারি টিএমএসএস হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে করোনায় ৫ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তবে তিনি উপসর্গে মৃত্যুর বিষয়টি স্বীকার করেননি।
ডা. তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৬৫০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ১৪৪ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২২ দশমিক ১৫ শতাংশ।