করোনা গ্রামে নয় শহরে, এটা ভুল: সেতুমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১

করোনা গ্রামে নয় শহরে, এটা ভুল: সেতুমন্ত্রী


 

সময় সংবাদ ডেস্কঃ


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটা সময় গ্রামের মানুষ ও অনেকেই মনে করতেন যে তাদের করোনা হবে না। করোনা গ্রামে নাই, শহরে আছে। এ বিষয়টা আসলেই ভুল। ধনী, গরিব, গ্রাম ও শহর সবখানে করোনা আছে। করোনার সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়াই এর প্রমাণ।

মঙ্গলবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন। ঠিকমতো মাস্ক পরিধান ও সচেতনতা করোনা সংক্রমণ থেকে নিষ্কৃতি পাওয়ার সবচেয়ে বড় সুরক্ষা বলে এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের।


তিনি বলেন, জনগণ ঠিকমতো মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না। আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন।


সেতুমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ এখন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই সংক্রমণ আগের দিনকে অতিক্রম করে যাচ্ছে। এমন অবস্থায় মাস্ক ব্যবহারের পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


সামাজিক ও স্বেচ্ছাসেবীসহ দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলকে সচেতনতা বাড়ানো জন্য ক্যাম্পেইন পরিচালনার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হাট-বাজারে বা চায়ের দোকানে জটলা তৈরি না করে সতর্কভাবে চলাফেরা এবং মাস্ক পরিধানের মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে।


নিজের সুরক্ষার জন্য সতর্ক না হয়ে উদাসীনতা দেখালে কেউ আমাদের সুরক্ষিত করতে পারবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এক সময় হয়তো হাসপাতালে বেড বাড়িয়েও রোগী সামাল দেওয়া যাবে না। সেই পরিস্থিতি মাথায় রেখে মাস্ক পরিধান নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায়সহ অন্যান্য সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


তিনি বলেন, কেউ যেন দায়িত্বহীনভাবে ফেরিঘাট, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং কোরবানির পশুর হাটে বাঁধভাঙা ভিড় সৃষ্টি না করে, সেদিকে সবাইকে কঠোর সতর্ক থাকতে হবে। তা না হলে ভয়ংকর বিপর্যয় নেমে আসবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

Post Top Ad

Responsive Ads Here