খুমেকে ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ০৫, ২০২১

খুমেকে ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু


 

সময় সংবাদ ডেস্কঃ

খুলনার চার হাসপাতালে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নতুন করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। 


খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জন করোনা আক্রান্ত ও ৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। 


করোনায় মৃত ব্যক্তিরা হলেন নগরীর সোনাডাঙ্গার হাবিবুর রহমান, রাফেজা, একই এলাকার সুভাষ, জেলার পাইকগাছার আব্দুর রউফ এবং যশোরের কেশবপুরের আব্দুল জলিল খান । এ ছাড়া ৫ জন উপসর্গে মারা গেছেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।


খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার বটিয়াঘাটার নওয়াপাড়ার হায়দার আলী ও নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোলের মমতাজ বেগম । এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।


গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার টুটপাড়ার করপাড়া রোডের মো. আব্দুল্লাহ্, বয়রা এলাকার মোশাররফ হোসেন, বাগেরহাট ফকিরহাটের সরদার মোহাম্মদ আলী এবং চিতলমারীর পুষ্প রানী বালা। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১১৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। পিসিআর ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।


খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি খুলনা মহানগরীর নিরালা এলাকার মো. ওয়াহিদুজ্জামান। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।

Post Top Ad

Responsive Ads Here