চট্টগ্রামে করোনায় আরো ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৬, ২০২১

চট্টগ্রামে করোনায় আরো ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮০২




সময় সংবাদ ডেস্কঃ

 

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছে ৮০২ জনের।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।


তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, শেভরন ল্যাব এবং মেডিকেল সেন্টার হাসপাতালে দুই হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮০২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।


আক্রান্তদের মধ্যে নগরীর ৪৫২ জন, হাটহাজারীর ৭৬ জন, রাঙ্গুনিয়ার ৪৭ জন, ফটিকছড়ির ৩৯ জন, রাউজানের ৩৩ জন, মিরসরাইয়ের ৩০ জন, পটিয়ার ২৬ জন, সন্দ্বীপের ১৯ জন, বোয়ালখালীর ১৬ জন, চন্দনাইশের ১৫ জন, বাঁশখালীর ১৪ জন, সীতাকুণ্ডের ১৩ জন, সাতকানিয়ার ১১ জন। লোহাগাড়ার ৮ জন ও আনোয়ারার ৩ জন রয়েছেন।


সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৫২ হাজার ৮৭৫ জন ও উপজেলা পর্যায়ে ১৬ হাজার ৪৮২ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৩৫৭ জন। এছাড়া মারা গেছেন ৮১৯ জন। এর মধ্যে নগরীর ৫১২ জন ও উপজেলার ৩০৭ জন রয়েছেন।


Post Top Ad

Responsive Ads Here