সময় সংবাদ ডেস্কঃ
ঈদকে সামনে রেখে চলমান কঠোর লকডাউন বুধবার মধ্যরাত থেকে শিথিল করা হয়েছে। বিধিনিষেধ শিথিল করে আজ থেকে সারাদেশে খুলে দেওয়া হয়েছে দোকানপাট, শপিংমলসহ সব ধরনের মার্কেট।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এসব দোকানপাটের সাটার খোলা হয়েছে। এ জন্য সকাল থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন দোকানিরা।
এদিকে রাজধানীর রাস্তাগুলোয় আজ সকাল থেকেই ভিড় বেশি। সড়কে চলছে গণপরিবহন। বাস-লঞ্চ-ট্রেন চলাচলও শুরু হয়েছে। এ ছাড়া কোরবানির পশুর হাট চালুর প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
করোনাভাইরাসের ডেলটা ধরনের ভয়াবহ সংক্রমণে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়তে থাকায় গত ১ জুলাই সারাদেশে শুরু হয় কঠোর বিধিনিষেধ। ঈদ সামনে রেখে সেই বিধিনিষেধ আপাতত তুলে নেয়া হয়েছে।
সরকার জানিয়েছে, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল থাকবে। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আগের কঠোর বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে।