আমতলীতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু ও ২৬ জন আক্রান্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১

আমতলীতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু ও ২৬ জন আক্রান্ত

 


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় প্রাণঘাতী করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।  চারজনের মধ্যে দুই জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একজন বরগুনা জেনারেল হাসপাতালে ও একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে । মঙ্গলবার স্বজনরা তাদের দাফন ও সৎকার সম্পন্ন করেছেন।

জানাগেছে, উপজেলার হলদিয়া গ্রামের মজনু মোল্লা করোনার উপসর্গ নিয়ে সোমবার দুপুরে এবং কড়াইতলা গ্রামের সুগন্ধা রানী আক্রান্ত হয়ে একইদিন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি হয়। ওইদিন সন্ধ্যায় মজনু মোল্লা (৬৫) এবং রাতে সন্ধ্যা রানী (৪৫) মারা যান। নাচনাপাড়া গ্রামের লুৎফা বেগম শনিবার করোনায় আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ভর্তি হয়। ওই হাসপাতালে সোমবার রাতে তার মৃত্যু হয়। আমতলী পৌর শহরের স্বর্নকার পট্টির রানু কর্মকার করোনা উপসর্গ নিয়ে রবিবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই হাসপাতালে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত চারজনকে স্বজনরা দাফন ও সৎকার  সম্পন্ন করা হয়েছে। 

সুগন্ধা রানীর স্বামী শরৎ গোমস্তা বলেন, আমার স্ত্রীর সৎকার সম্পন্ন করেছি।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, করোনা ইউনিটি একজন বৃদ্ধ পুরুষ এবং এক নারী মারা গেছেন। 


নমুনা পরীক্ষায় আমতলী উপজেলায় ২৬ ব্যাক্তি প্রাণঘাতী করোনা ভাইরাসে  আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর আক্রান্তরা বাড়ীর আইশোলেসনে চিকিৎসাধীন রয়েছেন।  

জানাগেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সোম ও মঙ্গলবার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৯ জন ব্যাক্তি নমুনা দেয়। ওই ৫৯ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সোমবার ১৫ এবং মঙ্গলবার ১১ জন। আক্রান্তদের মধ্যে ১১ জনকে  আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর আক্রান্ত ১৫ জন বাড়ীর আইসোলেশনে থেকে মুঠোফোনে যথাযথ চিকিৎসা দিচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম।  

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, আক্রান্ত রোগীদের বাড়ীর আইসোলেশনে রেখেই মুঠোফোনে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।  

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, ৫৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ জন হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন। 


Post Top Ad

Responsive Ads Here