বাল্কহেডের ধাক্কায় পদ্মায় ডুবল গরুবোঝাই ট্রলার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৬, ২০২১

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় ডুবল গরুবোঝাই ট্রলার


 

সময় সংবাদ ডেস্কঃ


মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ৩১টি গরুবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এর মধ্যে ২৪টি জীবিত ও একটি গরু মৃত উদ্ধার করা গেলেও এখনো ছয়টি নিখোঁজ রয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার শামুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


লৌহজং থানার এসআই রাশেল জানান, গরুবোঝাই একটি ট্রলার সিরাজগঞ্জ থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।


তিনি আরো জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ৩১টি গরু ছিল। ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছয়টি গরু নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ গরুগুলো ডুবে যাওয়া ট্রলারটিতে বাঁধা অবস্থায় থাকায় সেগুলো উঠতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।

Post Top Ad

Responsive Ads Here