২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো রূপগঞ্জের আগুন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ১০, ২০২১

২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো রূপগঞ্জের আগুন



সময় সংবাদ ডেস্কঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন।

শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এ তথ্য জানিয়ে বলেন, আগুন পুরোপুরি নেভেনি, নিয়ন্ত্রণে। আগুনের তাপ যায়নি ও কিছু কেমিক্যালে অল্প আগুন রয়েছে। ডাম্পিংয়ের কাজও বাকি।


আব্দুল্লাহ আল আরেফীন আরো বলেন, আগুন নিয়ন্ত্রণে আসায় আজকের মতো অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। আবার শনিবার (১০ জুলাই) সকাল থেকে চলবে উদ্ধার অভিযান। 


বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৫০ জন।

এদিকে, মৃতদের মধ্যে ৪৯ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। তাদের মধ্যে শুক্রবার রাত পর্যন্ত ৪৮ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আর মরদেহ শনাক্তের জন্য ১৮ জনের স্বজন ডিএনএ নমুনা দিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here