তীব্র যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৬, ২০২১

তীব্র যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে


 

সময় সংবাদ ডেস্কঃ


লকডাউন শিথিলের পর রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। যার প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে পৌলি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মধ্যরাত থেকে এ যানজটের শুরু হয়েছে। গাড়ি চলাচলেও ধীরগতি রয়েছে। এতে করে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, বৃহস্প‌তিবার রাত থে‌কে মহাসড়‌কে স্বাভা‌বিক সম‌য়ের চে‌য়ে‌ দ্বিগুণ প‌রিবহন চলাচল কর‌ছে। এতে চাপ বে‌ড়ে যাওয়ায় ধীরগ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে। মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক কর‌তে পু‌লিশ নিরলসভাবে কাজ কর‌ছে।

Post Top Ad

Responsive Ads Here