ব্যাংকে টাকা উত্তোলনে গ্রাহকের উপচেপড়া ভিড় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৫, ২০২১

ব্যাংকে টাকা উত্তোলনে গ্রাহকের উপচেপড়া ভিড়


 


সময় সংবাদ ডেস্কঃ


ঈদুল আজহাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার রাজধানীর ব্যাংকগুলোর প্রায় প্রতিটি শাখায় গ্রাহকের দীর্ঘ সারি দেখা গেছে। কোনো কোনো শাখাতে ব্যাংকের বাইরেও চলে এসেছে গ্রাহকের সারি। এটিএম বুথেও ভিড় লক্ষ্য করা গেছে।

এদিকে ঈদের আগে গ্রাহকদের সুবিধার্থে ব্যাংক লেনদেনের সময়ে পরিবর্তন আনা হয়েছে। ঈদের আগ পর্যন্ত আজ বৃহস্পতিবার (১৫ জুলাই), রোববার (১৮ জুলাই) ও সোমবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হবে। আর ব্যাংকের আনুষঙ্গিক কাজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।


সরেজমিনে দেখা গেছে, আজ মতিঝিল ব্যাংক পাড়ার প্রায় প্রতিটি ব্যাংকের শাখাতেই রয়েছে গ্রাহকের সবর উপস্থিতি। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে সোনালী ব্যাংকের মতিঝিল শাখায়। অন্যদিকে মতিঝিলের বাইরে পল্টন, শান্তিনগর, মগবাজার, কারওয়ান বাজার, গুলশান, রামপুরা, বাড্ডা এলাকাতেও রয়েছে গ্রাহকের উপস্থিতি।


এ বিষয়ে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আজ ব্যাংক খোলার পর পরই গ্রাহকের উপস্থিতি রয়েছে। মূলত কোরবানির পশু কেনা ও অন্যান্য কেনাকাটা করতে তারা নগদ টাকা উত্তোলন করছেন। গ্রাহকের কেউ কেউ নতুন টাকার জন্যও এসেছেন।



তিনি আরো বলেন, দীর্ঘদিন গ্রাহকরা ঘরে আটকা ছিলেন। আজ সব পরিবহন চলছে। এ অবস্থায় তারা ব্যাংকমুখী হচ্ছেন। পাশাপাশি আমাদের ব্যাংকেও শতভাগ কর্মকর্তারা গ্রাহকদের সেবার জন্য উপস্থিত রয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here