নোয়াখালী জেলায় নতুন করে করোনা সনাক্ত ২৩৬জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১২, ২০২১

নোয়াখালী জেলায় নতুন করে করোনা সনাক্ত ২৩৬জন


 


আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধিঃ


আজ ১২-০৭-২১ ইং তারিখ এই পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলায় নতুন করে করোনা সনাক্ত ২৩৬জন। (আজকের আক্রান্তের হার (৩৩.৯৫%)

(নোয়াখালী সদর-৮০জন, সূবর্ণচর-০৭জন, হাতিয়া-০৪জন, বেগমগঞ্জ-৪৩জন, সোনাইমুড়ি-০৭জন, চাটখিল-০৭জন, সেনবাগ-২৪জন, কোম্পানীগঞ্জ-৩৭জন, কবিরহাট-২৭জন)

জেলায় মোট আক্রান্ত-১২৭২২জন।

(মোট আক্রান্তের হার ১২.৩২%)


২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৮২জন

মোট সুস্থ রোগীর সংখ্যা- ৭৯৭০জন

(সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২.৬৫%)

(নোয়াখালী সদর-২৭১১, সূবর্ণচর-৩৪০, হাতিয়া-১২৫, বেগমগঞ্জ-১৪৪৪, সোনাইমুড়ি-৫৩০, চাটখিল-৪৬৮, সেনবাগ-৫৭৫, কোম্পানীগঞ্জ-৯৮৩, কবিরহাট-৭৯৪)


২৪ ঘন্টায় করোনায় মৃত্যু-০১।

(বেগমগঞ্জ-০১)

এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৫৮জন।

(মৃত্যুর হার ১.২৪%)

(নোয়াখালী সদর- ২৯জন, সূবর্ণচর-০৪জন, হাতিয়া-০০জন, বেগমগঞ্জ-৫৬জন, সোনাইমুড়ি-০৮জন, চাটখিল-১৬জন, সেনবাগ-২০জন, কোম্পানীগঞ্জ-০৪জন, কবিরহাট-২১জন)


২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-৬১১জন।

আজকের প্রাপ্ত ফলাফল-৬৯৫জন

পজিটিভ -২৩৬জন।

নেগেটিভ-৪৫৯জন।

এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ-১০৩৭২৯জন।

প্রাপ্ত ফলাফল- ১০৩২৮৭জন।

পজিটিভ-১২৭২২জন, নেগেটিভ -৯০৫৬৫জন।

আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৪৫৯৪জন।

কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা: ৬৪(৩২+৩২)জন। 

আইসোলেশনে আছে ৮(২+৬)জন।


সিভিল সার্জন নোয়াখালী।

Post Top Ad

Responsive Ads Here