ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী নগরী থেকে ১৪ জুয়াড়ি ও ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিন পুলিশ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নের পাশাপাশি রাজশাহী মহানগরীকে মাদক মুক্ত ও চোরাচালান নির্মূল করার লক্ষে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে আরএমপি।
গতকাল সন্ধ্যা ৬.৪৫টার সময় মহানগরীতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে আটক করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার লোহাচুড়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে রবিউল ইসলাম সুরুজ (৩৫)। থানার এসআই মিজানুর রহমান ও তার টিম বিন্দারামপুর চক্ষু হাসপাতালের মোড়ে চেকপোস্টে কর্তব্যরত ছিল। ওই সময় মোটরসাইকেলে করে আসা সুরুজকে সন্দেহ হলে তার পথ রোদ করা হয়। তল্লাশী করে তার কাছ থেকে ১০২টি ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম হেরোইন গাঁজা উদ্ধার হয়।আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ রাজশাহী শহরের বিবিন্ন স্থানে বাসা বাড়া নিয়ে চুরিসহ মাদকের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় চুরিসহ মাদকের একাধিক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।
অপরদিকে গতকাল বিকালে আরএমপি চন্দ্রিমা থানাধীন এলাকায় উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে, অফিসার ইনচার্জ সিরাজুম মনিরের নেতৃত্বে চন্দ্রিমা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে তাস ও নগদ টাকাসহ ১৪ জুয়ারিকে আটক করেছে। শালবাগান বাজারের পিছনে বিভাগীয় পাসপোর্ট অফিস সংলগ্ন টিনের ঘরের ভিতর হতে জুয়া খেলা অবস্থায় ১৪ জনকে আটক করে। এসময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটকৃতরা হলো শাহিন (৪০), মিন্টু (২৮), দুলাল চৌধুরী বন্টি (৩৫), জাকির হোসেন (৩৩), পল্লব (৪২), বুলবুল (৪০), মেহেদী হাসান দিপু (৩২), হানিফ (৪৮), চঞ্চল বাসফোর (৩৫), আরাফাত (৩৩), রকি (২৮), সাগর হোসেন (২৯), আব্দুল মোমিন (৪২) এবং আঃ রাজ্জাক (৩৩)।