মেহেরপুর সংবাদ বুধবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০১, ২০২১

মেহেরপুর সংবাদ বুধবার



জ্বর হলেই করোনা পরীক্ষার আওতায় এনে তাকে করোনা পরীক্ষা করাতে হবে- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি


করোনা ভাইরাস পরীক্ষা করানোর ব্যাপারে অসচেতনতার ফলে ঝরে যাচ্ছে অনেক প্রাণ। তাই কারও জ¦র হলেই তাকে করোনা পরীক্ষার আওতায় আনার নির্দেশনা দিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা করোন প্রতিরোধ কমিটির জুম মিটিংয়ে অংশ নিয়ে তিনি জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। মেহেরপুর জেলার সার্বিক অবস্থা তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনছুর আলম খান। বক্তৃতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মৌসূমি জ¦র মনে করে অনেকে গুরুত্ব দিচ্ছেন না। আবার করোনা ভাইরাস হলে কি হবে না হবে এমন অসচেতনতা থেকেও অনেকে বিষয়টি লুকিয়ে রাখছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে করোনা এমনভাবে ইফেক্ট করেছে যে তার ফুসফুস ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং মৃত্যু বরণ করছেন। তাই গ্রামে গ্রামে ও পাড়ায় পাড়ায় খোঁজ নিয়ে যাদের জ¦র হচ্ছে তাদেরকে অবশ্যই টেস্টের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে প্রতিটি এলাকায় মাইকিং করে প্রচারের নির্দেশ দেন তিনি। লকডাউন বাস্তবায়নে জনপ্রনিধিদের সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের যাঁরা জনপ্রতিনিধি আছেন তাদেরকে একাজের সাথে সম্পৃক্ত করতে হবে। নেতৃস্থানীয় মানুষের সহযোগিতা ছাড়া সরকারি নির্দেশনা বাস্তবায়ন কোনভাবেই সম্ভব নয়। স্থানীয় সরকারের প্রতিটি প্রতিষ্ঠানে ফান্ড দেওয়া হযেছে। সেটা যথাথথভাবে যাদের প্রাপ্য তাদেরকে দিতে হবে। কঠোর লকডাউনের ঘোষণা আসার আগেই ত্রাণ সহযোগিতা প্রদান সম্পন্ন করার পরামর্শ দেন তিনি। মানুষকে ঘরে রাখতে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, জেলার সাথে যেমনি অন্য জেলার যোগাযোগ বিছিন্ন করতে হবে।  তেমনি ঘর থেকে যাতে কেউ বের হতে না পরে সেটা নিশ্চিত করতে হবে। অবৈধ যানবাহন (নছিমন, করিম, আলমসাধু ইত্যাদি), পাখিভ্যানসহ সকল যানবহান পুরোপুরি বন্ধের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে মেহেরপুর জেলার করোনা ভাইরাসের এক সপ্তাহের পরিসংখ্যান তুলে ধরে সিভিল সার্জন বলেন, সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে উদ্বেগজনক হারে। নিয়ন্ত্রণ করতে না পারলে আরও ভয়াবহ অবস্থার মুখোমুখি হতে হবে। মাঠ পর্যায়ে নির্দেশনা প্রতিপালনে আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। তাদের প্রতি সমবেদনা জানিয়ে পুলিশ সুপার এস.এম মুরাদ আলি বলেন, স্বল্প সংখ্যক পুলিশের পক্ষে সব এলাকায় সব সময় দোকান বন্ধ করতে যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে জনপ্রতিনিধরা এ কাজটি করতে পারেন। বন্ধ করতে গেলে দোকানিরা যদি আইন-শৃংখলার অবনতি ঘটান সেখানে পুলিশ গিয়ে জনপ্রতিনিধিদের পাশে দাঁড়াবে। ১ জুলাই থেকে রাস্তাঘাটে চলাফেরা ও যানবাহন চলাচলের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা বলেন তিনি। মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসার চিত্র তুলে ধরে তত্বাবধায়ক মোখলেছুর রহমান বলেন, প্রতিমন্ত্রীর সহায়তা আমরা সেন্ট্রাল অক্সিজেন, দুটি আইসিইউ, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে। মোট বেডের সংখ্যা ৫০টি তবে আজ পর্যন্ত রোগী ভর্তি আছেন ৩৯ জন। ক্রমবর্ধমান রোগীর ধকল সামলাতে হাসপাতালের দোতলায় আরেকটি ওয়ার্ড স্থাপনের সুপারিশ করেন তিনি। করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে আছেন কমিটি সদস্য ও মেহেরপুর জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য। করোনা আক্রান্ত হলে শারীরিক যে সমস্যাগুলো হয় তা তুলে ধরে সভায় তিনি বলেন, আমি বাসায় বসে দেখি মানুষ খুব হাসি তামাশার মধ্যে রাস্তাঘাটে চলাচল করছে। সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনের কঠোর প্রয়োগ ছাড়া কোনভাবেই মানুষকে ঘরে রাখা সম্ভব নয়। প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে কঠোর আইন প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন করতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী নিজ নিজ অবস্থান থেকে করোনাকালীন নানা কর্মকান্ড তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন  পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ জামান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন মেহেরপুর প্রেসক্লাব এর সভাপতি ফজলুল হক মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, মেহেরপুর চেম্বার সভাপতি আরিফুল এনাম বকুল প্রমুখ। ভ্যান ও ইজিবাইক চালক, সেলুন কর্মচারী, চায়ের দোকানী, দিনমজুরসহ স্বল্প আয়ের মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের তালিকা প্রস্তুত হচ্ছে। দ্রত তাদের মাঝে ১০ কেজি করে চাউল প্রায় ৭০০ টাকার নিত্যপণ্য ও নগদ ৫০০ টাকা করে প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 


মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা হায়াত আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 


মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য হায়াত আলীকে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করা হয। এ সময় পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে পিরোজপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সহ স্বল্প সংখ্যক মানুষ স্বাস্থ্যবিধি মেনে জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার ভোরের দিকে করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী মৃত্যুবরণ করেন।


মেহেরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু \ আহত-২ 


মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু ও  অপর ২ কৃষক আহত হয়েছে। আহত দু’জন মফিজুল ইসলাম (৪৫) ও হাবিব (৪০)। গতকাল মঙ্গলবার সকালের দিকে বজ্রপাতের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম উজলপুর গ্রামের খোদাবক্স ও আহত মফিজুল একই গ্রামের জাফর আলীর ছেলে এবং হাবিব আবুল হোসেনের ছেলে। জানা গেছে আহত ও নিহত ব্যক্তিরা সকালে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে জমি থেকে ধানের চারা উত্তোলন করেছিলেন । এ সময় প্রচন্ড শব্দে বজ্রপাতে আঘাতে জিয়ারুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ সময় তার পাশে কাজ করতে থাকা  মফিজুল ও হাবিব আহত হন। আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।


মেহের আমজাদ # মেহেরপুর



Post Top Ad

Responsive Ads Here