সময় সংবাদ ডেস্কঃ
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি স্বাভাবিক হলে এ বছরই সংক্ষিপ্ত পরিসরে গ্রুপ ভিত্তিক তিনটি নৈর্বক্তিক বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া হতে পারে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ঈদুল আজহার পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ অনলাইনের মাধ্যমে শুরু হবে। যেহেতু কম বিষয়ে পরীক্ষা হবে, সেহেতু পরীক্ষার ফিও কম নেওয়া হবে।