রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর ছাটবনাগ্রাম অব¯িত সিটি পার্কক দষ্টিনদন ও আকর্ষণীয়ভাব গড় তুলত চার কাটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয় উনয়ন কাজ চলছ। এই পার্কটির নতুন নাম দওয়া হয়ছ শখ রাসল শিশুপার্ক।
শনিবার বিকল পার্কটির উনয়ন কাজ পরিদর্শন করন রাজশাহী সিটি কর্পারশনর ময়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় উনয়ন কাজ ঘুর দখার পাশাপাশি কাজর অগ্রগতি সহ সার্বিক বিষয় খাঁজখবর নন ময়র।
উল্লখ্য, রাসিক ময়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনর উদ্যাদ শখ রাসল শিশুপার্কর দষ্টিনদন ও আকর্ষণীয়ভাব সাজাত ডিজাইন তরি করা হয়ছ। সিটি কর্পারশনর ডিজাইন অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান সই কাজ বাস্তবায়ন করছ। শখ রাসল শিশুপার্ক থাকব উনতমানর নিরাপত্তা ব্যব¯াসহ আধুনিক প্রবশ গট, ওয়াটার বডি, দষ্টিনদন ব্রিজ, মুক্তমঞ্চ, সবুজায়ন, কত্রিম টিলা, শিশুদর জন্য বিভিন রাইড, চলাচলর জন্য রাস্তা, পাবলিক টয়লট সহ আধুনিক সুযাগ-সুবিধা। উনয়ন কাজ শষ হল শখ রাসল শিশু পার্কটি হব শিশুসহ বিভিন শ্রণীপশার মানুষর অন্যতম বিনাদনকদ্র।