রাজবাড়ী প্রতিনিধিঃ
দেশের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাঁত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে নারীর টানে বাড়ী ফেরার জন্য উপচে পরা মানুষের ভীড় দেখা গেছে। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার পর প্রথম এ ভীড় লক্ষ করা গেছে।
বৃহপ্রতিবার (১৫ জুলাই) দুপুরে সরে জমিনে গিয়ে দেখা যায় পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরীতে রয়েছে গনপরিবহন ও ব্যাক্তি গতগাড়ি জরুরী সেবার এ্যাম্বলেস্ব ও পন্যবাহী ট্রাক এবং যাত্রী।
তবে লঞ্চ ও ফেরিতে আসা যাত্রীরা স্বাস্থ্য বিধি বা সামাজিক দুরত্ব মানছেন না কেউ। গাদাগাদি করে একজনের ঘা ঘেষে অন্য জন দাঁড়িয়ে পার হতে দেখা গেছে। করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি নিয়েই দৌলতদিয়া পটুরিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভির বাড়ছে। অন্যদিকে ঢাকা খুলনা মহাসড়কে গনপরিবহন ও পশুবাহী ট্রাকের দীর্ঘ ৫ কিলোমিটার জুরে যানবাহনের চাপ দেখা গেছে।
ঢাকা ফেরত যাত্রীদের সাথে কথা হলে তারা অনেকেই জানান, কঠর লকডাউনে ঢাকায় আটকে থাকার কারনে ও সামনে কোরবানীর ঈদ এ উপলক্ষে গ্রামের বাড়ী যেতে হচ্ছে।
বি আই ডব্লিউটিস’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সিহাব উদ্দিন বলেন, গরুর ট্রাক ও যাত্রী পারাপারের জন্য এ নৌরুটে বড় রো রো (বড়) ফেরি চলছে ৮ টি , ইউটিলিটি ছোট ফেরি চলছে ৭ টি। ছোট বড় সব মিলে মোট ১৫ টি ফেরি চলাচল করছে। তবে পশুবাহী ট্রাক গুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।