ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভার পলাতক মেয়রকে মুক্তার আলীকে আটক করেছে পুলিশ।গত বুধবার দিবাগতরাতে মেয়র তার বাড়ি থেকে পালিয়ে যায়। পরে সে পাবনা জেলার পাকশি এলাকায় তার আত্মীয়োর বাড়িতে নিজেকে গোপন করে রাখে। কিন্ত পুলিশের চৌকশ দল তাকে বৃগস্পতিবার দিবাগত রাতে তার আত্মীয়ের বাড়ি থেকে আটক করেছে।এই তথ্য নিশ্চিত করেছে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।
গত মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের সংবাদ সম্মলনে জেলা এসপি এবিএম মাসুদ হোসনে জানান, একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার গভির রাতে আড়নী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়র পালিয়ে যেতে সক্ষম হয়।পরে পুলিশ তার বাড়িতে অভিযান পরিচালনা করে ৯৪ লক্ষ ৯৮ হাজার টাকা, ০৪টি অগ্নেও আস্ত্র, ইয়াবাসহ ওই সময় মেয়র স্ত্রী জেসমিন, তার ভাতিজা সোহান ও শান্তকে আটক করে পুলিশ।