আলফাডাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় পৌরসভা ফোন করলেই বাড়িতে পৌছে যাবে ফ্রী অক্সিজেনের সিলিন্ডার। করোনা আক্রান্ত রোগীদের জন্য এমন ব্যবস্থা করেছেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার। নাগরিক সেবার পাশাপাশি পৌর মেয়র কর্তৃক এমন মহৎ উদ্যোগটি চালু রাখায় পৌরবাসীরা অনেক খুশি।
বর্তমানে পৌরসভার নাগরিকদের জন্য সার্বক্ষনিক ১০ টি অক্সিজেন সিলিন্ডারের ব্যাবস্থা করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার করোনা আক্রান্ত রোগিরা ব্যবহার করছেন।
পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার জানান, করোনা মহামারি আকারে রুপ নিচ্ছে। দিন দিন এ পৌরসভাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় মূমুর্ষ সংকটাপন্ন রোগীদের জীবন বাঁচাতে একমাত্র অক্সিজেনের সিলিন্ডার খুবই প্রয়োজন। তাই এ দুঃসময়ে পৌরবাসীদের পাশে দাঁড়াতে পৌরসভার পক্ষ থেকে ফ্রী অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকাল ১০ ঘটিকায় পৌরসভা কার্যালয়ে করোনা মহামারিতে অক্সিজেন সেবার লক্ষে আলফাডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌরসভায় চালু হয়েছে বিনামূল্য অক্সিজেন। উদ্বোধন করেন পৌর মেয়র জনাব মোঃ সাইফুর রহমান সাইফার। এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি: আলহাজ্ব এস এম আকরাম হোসেন, আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক: শেখ আব্দুল আলিম সুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান: জালাল উদ্দীন আহমেদ, উপজেলা ভাইচ চেয়ারম্যান: শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান,প্যানেল মেয়র মোঃ আজিজুর রহমান তালুকদার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি: ফকির এনায়েত হোসেন, যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ কামরুল ইসলাম, পৌর সচিব মেহেদী হাসান,পৌর ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম,পৌরসভার কমিশনার মাসুম শেখ, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ সৈয়দ আলী, মোঃ রবিউল ইসলাম, মোঃ মামুন অর রশিদ, আলী আকসাদ ঝন্টু, মোঃ শাহাবুল আলম,রিনা বেগম,গোলাপী বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ খান, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস শেখ প্রমুখ।