দোয়ারাবাজারে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী মাঠে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০১, ২০২১

দোয়ারাবাজারে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী মাঠে




হারুন-অর-রশিদ দোয়ারাবাজার  প্রতিনিধিঃ

করোনাভাইরাস জনিত রোগ কোভিড ১৯ এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী যান ও মানুষ চলাচলে বিধি নিষেধ আরোপ এবং জন সচেতনতার লক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, মার্কেট, সড়ক ও হাটবাজার গুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের নেতৃত্বে লকডাউন বাস্তবায়নের লক্ষে যৌথ বাহিনী টহল পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, বাংলাদেশ সেনাবাহিনীর ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আতিয়ার রহমান, দোয়ারাবাজার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল বারী, সাংবাদিক হারুন-অর-রশিদ সহ প্রশাসনের নেতৃবৃন্দ।                             

লকডাউন পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুধাংশু কুমার সিংহ জনগনকে সরকার ঘোষিত লকডাউন মেনে চলার আহবান জানান। সেই সাথে ১ জুলাই হতে ৭ জুলাই সরকার সারা দেশে কঠোর লকডাউন ঘোষনা করেছে। এ সময় যে কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবেন না। যদি বিশেষ প্রয়োজনে বের হন অবশ্যই মাস্ক পরিধান করে বের হবেন। নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া বাকী সব কিছু বন্ধ থাকবে। এসব আইন কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here