ফরিদপুরে অভূক্তদের জন্য জেলা প্রশাসনের অন্যরকম উদ্যোগ ফুডস্পট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৩, ২০২১

ফরিদপুরে অভূক্তদের জন্য জেলা প্রশাসনের অন্যরকম উদ্যোগ ফুডস্পট



সঞ্জিব দাস, ফরিদপুর :
অন্যরকম এক উদ্যোগ গ্রহন করেছে ফরিদপুর জেলা প্রশাসন। কোভিড ১৯ এর প্রাদুর্ভাবে দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগনের জন্য খাদ্য সহায়তা স্বরূপ ফুডস্পট এর উদ্বোধন করেছে।আজ মঙ্গলবার(১৩ জুলাই) শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুরে জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষ থেকে ফুডস্পট টি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়।

জেলা প্রশাসন সূত্র জানাগেছে, করোনার লকডাউন চলাকালীন সময়ে যাদের শহরে আগমন অত্যাবশ্যকীয় হয় অথচ খাবারের কোন সংস্থান নাই; এরকম দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অস্বচ্ছল জনগনের কথা ভেবেই এ ফুডস্পট।

দুপুরে গিয়ে দেখা যায়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ডেকোরেশনের মাধ্যমে টেবিল চেয়ার স্থাপন করে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গøাসে খাবার পরিবেশন করা হচ্ছে। জেলার ও জেলার বাইরে থেকে নানা জরুরী কারনে যেসব ব্যক্তি এসেছেন তাদের অনেকেই চলার পথে এখান থেকে খেয়ে নিচ্ছেন। প্রথম দিনে খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি খাবার হিসেবে প্রদান করা হচ্ছে।

সূত্র জানায়, করোনাকালীন জেলায় ত্রান সহায়তাসহ অন্যান্য সেবার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফুডস্পটে ৩০০ জনকে খাবার প্রদান করা হচ্ছে। প্রাথমিক ভাবে ১ টি স্পটে এ খাবার প্রদান করা হচ্ছে। চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা ও প্রদানের সংখ্যা বাড়ানো হবে।

Post Top Ad

Responsive Ads Here