১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৫, ২০২১

১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী




সময় সংবাদ ডেস্কঃ


 করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১৮ বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তন থেকে জুম কনফারেন্সে যুক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউ ও বহির্বিভাগ (ওপিডি) শেড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন গ্রহণের বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আমরা ছেলে-মেয়েদের তাড়াতাড়ি স্কুল-কলেজে পাঠাতে চাই। শিক্ষকদের আমরা ভ্যাকসিন দিয়েছি এবং ১৮ বছর ও এর বেশি বয়সী ছেলে-মেয়েদের আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো। তাদের স্কুল-কলেজে যাওয়ার সুযোগ করে দেবো। তাদের জীবনের একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা দেশের জন্য বিরাট ক্ষতি।


তিনি আরো বলেন, করোনা টিকা সংগ্রহের জন্য এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে ফ্রিজ কেনার কথা বলা হয়েছে। দেশে আরো টিকা আসলে সংগ্রহে কোনো সমস্যা হবে না।

এদিকে গতকাল বুধবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ করতে ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে দেশের এক কোটি মানুষ এরই মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করেছেন।

Post Top Ad

Responsive Ads Here