দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটকে একটি আধুনিক নৌ বন্দর হিসেবে গড়ে তোলা হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ১২, ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটকে একটি আধুনিক নৌ বন্দর হিসেবে গড়ে তোলা হবে


 


মোঃ কবির হোসেন,রাজবাড়ীঃ 



দেশের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। 

 সোমবার (১২ জুলাই) সকাল ১১টায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় ভাঙ্গন কবলিত লঞ্চঘাট সহ বন্ধ হয়ে যাওয়া ১,২ ও চালু থাকা ৩, ৪, ৫,৬ ও ভাঙ্গন কবলিত ৭নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। 

এসময় তিনি বলেন, স্থায়ী সমস্যা সমাধানের জন্য সরকার প্রকল্প গ্রহন করেছে। নদী অধিগ্রহন কাজ চলমান রয়েছে আশা করছি ঈদের পরেই নদীর পাড়ে যে কাজগুলো করা যায় তা শুরু হবে এবং আগামী শুস্ক মৌসুমে তীর রক্ষার্থে স্থায়ীভাবে কাজ শুরু হবে। আমরা আগামী ২বছরের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটকে একটি আধুনিক নৌ বন্দর হিসেবে গড়ে তোলা হবে। তিনি আরো বলেন, আপাতত তীরের ভাঙ্গনসহ প্রাথমিক যে সমস্যাগুলো রয়েছে তা অস্থায়ীভাবে সমাধান করার জন্যই আমরা ঘাট এলাকা পরিদর্শন করে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডকে সম্মিলিতভাবে জিও ব্যাগ, জিওটিউব ব্যবহার করে তীর রক্ষার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান, গোয়ালন্দ উজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here