আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের ফ্রী অক্সিজেন সার্ভিস চালু। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১৬, ২০২১

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের ফ্রী অক্সিজেন সার্ভিস চালু।


 


আলফাডাঙ্গা,ফরিদপুর:


সারাদেশে মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় অক্সিজেন সংকটে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে আলফাডাঙ্গায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য জরুরি ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করেছে আলফাডাঙ্গা যুবলীগ।


বৃহস্পতিবার(১৫ জুলাই) বিকালে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে যুবলীগের ১নং যুগ্ন আহ্বায়ক মো:কামরুল ইসলাম এ সার্ভিস চালু করেন। ফ্রী অক্সিজেন সার্ভিসের জন্য একটি হটলাইন নাম্বার সচল রাখেন। সমন্বয়ক ডাঃ এস,এম নাজমুল হুদা(বাপ্পি) ০১৮১০১৫৮৭১৪, ডাঃ ফাতেমাতুজ

জোহরা(প্রিয়া) ০১৭৮২৭৪৬৬২৭, মো: মাহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী-আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ০১৭৩২১১৮৫১০, যোগাযোগ: লিটন মিয়া সদস্য আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ। ০১৭৬৩১৬০৮০৮, অলক কুমার সাহা, সদস্য আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ, ০১৭১৬৮১৮১৫১, সাইফুল ইসলাম, সদস্য আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগ ০১৭২২২২৮০০০। ফোন করলেই স্বেচ্ছাসেবী কর্মীরা অক্সিজেন নিয়ে হাজির হবেন।



আলফাডাঙ্গায় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মো: কামরুল ইসলাম বলেন, অক্সিজেনের চরম সংকটে হাসপাতালে ও বাসাবাড়িতে করোনা রোগীরা কাতরাচ্ছেন। এমন পরিস্থিতিতে আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের পক্ষ থেকে ফ্রী অক্সিজেন সার্ভিস চালু করা হয়েছে। আলফাডাঙ্গা করোনা আক্রান্ত রোগীদের জন্য জরুরি ফ্রী অক্সিজেন সার্ভিস চালু করেছে যুবলীগ, আলফাডাঙ্গায় এ সেবা দেয়া হবে বলে জানান মো:কামরুল ইসলাম ।


সার্বিক সহযোগিতায় - মো: সাইফুর রহমান সাইফার (মেয়র) আলফাডাঙ্গা পৌরসভা, ফরিদপুর।

Post Top Ad

Responsive Ads Here